Honorable Member of Parliament for Pabna -2, Ahmed Firoz Kabir, Congratulates PAGEভাষা শিক্ষার বাহন, তবে সে ভাষা যদি শিক্ষার্থীর আয়ত্বের বাইরে থাকে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত রয়ে যায় I বাংলা আমাদের মায়ের ভাষা, আবেগ এবং আত্মার ভাষা I কিন্তু উচ্চশিক্ষা এবং বিশ্ব অর্থনীতির ভাষা ইংরেজি I বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের দরিদ্র কৃষক এবং মেহনতী মানুষের ছেলেমেয়েরা যেন একুশ শতকের ডিজিটাল অর্থনীতিতে সফলভাবে অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে PAGE স্কুল প্রতিষ্ঠিত হয় 2009 সালে I এটি অত্র এলাকার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল I ২০১৯ সালের পিএসসি পরীক্ষায় PAGE স্কুলের শতভাগ শিক্ষার্থী A গ্রেড এবং ৩৪ শতাংশ শিক্ষার্থী A+ পেয়ে হাটখালী ইউনিয়নের মত একটি প্রত্যন্ত অঞ্চলে নজিরবিহীন উদাহরণের সৃষ্টি করেছে I আমাদের পাবনা-২ এর মাননীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির PAGE স্কুলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন এবং শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন I
Posted by PAGE, Bangladesh on Thursday, January 16, 2020